এই মুহূর্তে বিশ্বে তার চেয়ে ধ্বংসাত্মক কোনো ক্রিকেটার নেই : জাস্টিন ল্যাঙ্গার

বিশ্ব ক্রিকেটে ‘ধ্বংসাত্মক ক্রিকেটার’ নাম শুনলে প্রথমেই চোখের সামনে ভেসে উঠবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের ছবি। এছাড়াও এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা কম বিধ্বংসী নন।

তবে ‘ধ্বংসাত্মক ক্রিকেটার’ হিসেবে অন্য একজনের নাম জানালেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে, এই মুহূর্তে বিশ্বে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের চেয়ে ধ্বংসাত্মক কোনো ক্রিকেটার নেই। যিনি কিনা গত ১৯ ইনিংসে একটি হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি।

এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, ‘ফিঞ্চ এতটাই ভালো ক্রিকেটার এবং মানুষ হিসেবে ও এতটাই ভালো যে, আমরা সবাই জানি ও রানে ফিরবে। আমাদের শুধু ওর পাশে থাকতে হবে। ওর রান পাওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। ও নেতা হিসেবে সত্যিকারের ধারাবাহিক। নেতৃত্ব ওর ব্যক্তিত্ব বা মানসিকতায় কোনও বদল আনেনি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য ওর। এই সব কারণেই ও দলের অধিনায়ক। আমার অভিজ্ঞতা হল, অধিনায়ককে ভাল খেলতেই হয়।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে ফিঞ্চের চেয়ে ধ্বংসাত্মক কোনো ক্রিকেটার নেই। আমরা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিসদের কথা বলি যারা আক্রমণাত্মক হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ফিঞ্চের যখন ব্যাটে যখন বলে আসতে থাকে, তখন সাদা বলের ক্রিকেটে ওর চেয়ে বিপজ্জনক কেউ হয় না। ফিঞ্চ রান পাবেই। ও যাতে নিজের মেজাজে থাকে, আমাদের শুধু তার জন্য উৎসাহ দিয়ে যেতে হবে।’