একজনের ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরি নিয়েই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু এরপর টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি তার। তৃতীয় ম্যাচে মুশফিকের ফেরা নিয়ে সংশয় খুবই কম।

তৃতীয় টেস্টে মুশফিক খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় লাগবে দলের। তবে শেষ টেস্টে মুশফিকের খেলার বেশ সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মুহূর্তে মুশফিকের অবস্থা বেশ ভালো। শনিবার থেকে শুরু হওয়া টেস্টে সে খেলতে পারবে আশা করি। নেটে সমস্যা ছাড়াই ব্যাটিং করেছে সে।নতুন করে চোট না পড়লে, না খেলার কোনো কারণ নেই।’

উল্লেখ্য, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।