এটা অস্ট্রেলিয়ার জন্য মধুর সমস্যা : নাথান লায়ন

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আর এই বিশ্বকাপকে সামনে রেখে মধুর সমস্যায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

চলতি মাসের শেষের দিকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা উঠছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ও সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এরপর জাতীয় দলের হয়ে খেলতে কোনো সমস্যা নেই তাদের।

এদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার। আর তাই ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল সাজাতে ঝামেলায় পড়বে বলেই মনে করছেন দলটির অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। কেননা চলতি আইপিএলের প্রথম ম্যাচেই ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার।

এ নিয়ে লায়ন বলেন, ‘এরই মধ্যে আইপিএলে ওয়ার্নার ৮৫ রান করেছেন। তার বাকি মৌসুম ভালো কাটবে বলেই আশা করছি। বিশ্বকাপের আগে এটা নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে আমাদের নির্বাচকদের। স্মিথ-ওয়ার্নার বিশ্বমানের ক্রিকেটার। দলের সঙ্গে তাদেরকে ড্রেসিং রুমে পাওয়া দারুণ ব্যাপার।’