এফআর টাওয়ারে ভয়াবহ আগুন, এখন পর্যন্ত নিহত ১

আজ দুপুরে রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।

আজ দুপুর ২টা ২৬ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে। তাছাড়া জীবন বাঁচাতে ২২তলা ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া বহুতল ভবনটির পাইপ বেয়ে অনেককে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে। আগুন নেভাতে যোগ দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার।