এবার নিউজিল্যান্ডের ‘হকস বে’ হাসপাতালে হামলার হুমকি

গতকাল শুক্রবার জুমার নামজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করে ৪৯ জনকে হত্যার পর এবার নিউজিল্যান্ডের একটি হাসপাতালে একই ধরণের সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির হ্যাংন্সটিংস শহরের ‘হকস বে’ হাসপাতালের হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সেখানকার রোগী ও হাসপাতালের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা।

তাছাড়া এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন।

এ সময় অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে ৭ জন নিহত হয়।