এবি ডি ভিলিয়ার্সের মহৎ উদ্যোগ, সাহায্য করতে পারেন আপনিও

জাতীয় দল তেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু এখনো ভক্তদের মনে তার জন্য ভালোবাসার কমতি নেই। বরং সেটা যেন দিন দিন বাড়ছেই। আর এই ভক্তরাই এবার ভিলিয়ার্সের একটি মহৎ কাজে করতে পারে সাহায্য।

সম্প্রতি নিজের নামে একটি আ্যাপস বাজারে এনেছেন ভিলিয়ার্স। এটির নাম ‘এবিডিক্যাম’। এটি একটি ক্যামেরা অ্যাপস।

তবে এই্ ক্যামেরা অ্যাপস বানানোর উদ্দেশ্যটাও মহৎ। সেটা হল, এই অ্যাপস থেকে উপার্জিত সকল অর্থই যাবে আফ্রিকার সুবিধাবঞ্চিত তরুণদের কল্যানে।

এই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করে যত বেশি সেলফি তুলা হবে তত বেশি পয়েন্ট পাবে ব্যবহারকারী। আর সেই নির্দিষ্ট পয়েন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমান অর্থও জমা হবে যা সরাসরি জমা হবে ভিলিয়ার্স ফাউন্ডেশনের ফান্ডে। আর এই এই অর্থের পুরোটাই ব্যায় হবে আফ্রিকার সুবিধা বঞ্চিত তরুণদের কল্যানে।

তাহলে এবার আপনার পালা। অ্যাপস নামিয়ে সেলফি তুলে চাইলেই সাহায্য করতে পারেন ভিলিয়ার্সের কাজে এবং সহায়তা করতে পারেন সেই তরুণদের।