এমনটি হলে দৃশ্যটা অন্যরকম হতে পারত : লিটন

বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ তৃতীয় দিনে মাঠে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে ২১১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

তামিম-সাদমানের ভালো শুরু করার পরও অন্যান্য ব্যাটসম্যানের ব্যর্থতায় দিনশেষে আক্ষেপে পরিণত হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম ও দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন লিটন। দিনশেষে সংবাদ সম্মেলনে লিটন জানালেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হলে দৃশ্যটা অন্যরকম হতে পারত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উইকেট শুধু বোলারদের সহায়তা করেনি। ব্যাটসম্যানদের জন্যও সমান সুবিধা ছিল। আমরা দারুণ শুরুর পরেও ধরে রাখতে পারিনি। সবুজ উইকেটে বোলাররা কিছুটা সহায়তা পাবেই। তবে তামিম ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলে সফল হয়েছেন। অন্যরাও আরেকটু মনোযোগী হয়ে খেললে ভিন্ন কিছু হতে পারত।’