এমন হার কোন দিন হারেনি ইংল্যান্ড

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখ থুবরে পড়েছিল ইংল্যান্ড। ব্যাট হাতে এই ম্যাচে খুনে ব্যাটিং চালিয়ে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে মাত্র ২৭ বলে ৭৭ রান করেছেন তিনি যেখানে শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৭৪ রান।

গেইলের এমন ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় মাত্র ১২.১ ওভারেই। ২২৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ড আবার তাদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে এত বলের ব্যবধানে কোন ম্যাচে হারেনি। এটাই তাদের এত বলের ব্যবধানে সবচেয়ে বড় হার।

অবশ্য ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের চেয়েও বড় ব্যবধানে হারের রেকর্ড রয়েছে। সবচেয়ে বড় রেকর্ডটা আবার ইংল্যান্ডেরই। তারা কানাডাকে হারিয়েছিল ২৭৭ বল রেখেই।

দুইয়ে আছে শ্রীলঙ্কা। তারা ২৭৪ বল রেখে জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তৃতীয় রেকর্ডটিও তাদেরই দখলে। কানডাকে তারা হারিয়েছে ২৭২ বল হাতে রেখে।

চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। তারা বাংলাদেশকে হারিয়েছিল ২৬৪ বল হাতে রেখে। পাঁচে আছে অস্ট্রেলিয়া। তারা যুক্তরাস্ট্রকে হারিয়েছিল ২৫৩ বলের ব্যবধানে।