এরিকশনের জন্য মুল্য ঠিক করল টটেনহাম

জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর নতুন করে দল সাজানোর জন্য খেলোয়াড় কেনার চেস্টা করছেন। আর এই চেস্টার মধ্যেই জিদানের নজর আছে টটেনহাম তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকশনের প্রতি।

টটেনহাম আগেই জানিয়েছিল এরিকশন বিক্রির জন্য নয়। তবে এবার সেখান থেকে সরে এসে এরিকশনের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে টটেনহাম।

ডেইলি মিরর জানিয়েছে, এরিকশনকে কিনতে হলে রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে যা টটেনহামের খরচের ১০ গুন বেশি।

২০১৩ সালে এরিকশনকে মাত্র ১৫ মিলিয়ন ইউরোতে আয়াক্স থেকে কিনেছিল টটেনহাম।