ওবায়দুল কাদেরের সুস্থ হতে দু’এক সপ্তাহ সময় লাগবে: হানিফ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিডনিতে ‘ক্রিয়েটিনিনের’ মাত্রা বেড়েছে। তার রক্তে ‘ইনফেকশন’র উপস্থিতি পাওয়া গেছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণে এলেই তার বাইপাস সার্জারি হবে। এতোমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ সে দেশের সময় বেলা সাড়ে ১২ টায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড বসবে।

কার্ডিওলোজিস্ট ফিলিপ কোহ-এর নেতৃত্বে বোর্ডে আছেন থোরাসিক সার্জন সিবাসত কুমারসামি, ইনফেকশন ডিজিজ প্রতিরোধ বিশেষজ্ঞ অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ হো চি কুম এবং আইসিইউ ইনচার্য সং কো মিং।

এদিকে, ওবায়দুল কাদেরের বাইপাস করা লাগবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে, সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে দু’এক সপ্তাহ সময় লাগবে।’

বুধবার (৬ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তুলনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে মাহবুব-উল আলম হানিফ বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা করানো হবে। তবে ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে খালেদার তুলনা অত্যন্ত দুঃখজনক। বিএনপির দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে।

এ সময় শপথ নেওয়া দু’জনকে ধন্যবাদ জানিয়ে বাকীদেরও শপথ নেয়ার আহ্বান তিনি।