ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিপরিষদ।

আজ সোমবার (৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ দোয়া চাওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যরা দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছে। উনার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠি উনাকে দেখেছেন। তার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল রবিবার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। রবিবারই একটিতে রিং পরানো হয়েছে। ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।