ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী বার্তা

আজ ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ও পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসান।

বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মুমূর্ষু অবস্থায় দিনভর ভেন্টিলেটর মেশিনে অচেতন থাকলেও রাতে তার জ্ঞান ফিরে। চোখ মেলে তাকিয়েছেন তিনি। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, প্রস্রাবও হয়েছে। এমনকি ইশারায় তিনি পানি চাইলে চিকিৎসকরা তাকে নলের মাধ্যমে পানি খেতে দেন।

এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়েবিএসএমএমইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩ মার্চ) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে সেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমরা আশা করি, সবার দোয়ায় অচিরেই আরোগ্য লাভ করবেন তিনি।