ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটাও আবার বিশাল ব্যবধানে।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে বিলিংস মাত্র ৪৭ বলে ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন। মরগ্যান ৪০ বলে করেন ৫৫ রান।

জবাব দিতে নেমে মাত্র ৪৫ রানেই অল আউট হয়েছে টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন দলটি। দুজন কেবল ১০ রান করেছেন। বাকিরা কেউই দুই অংকের ঘরে পৌছতে পারেনি।

টি-টুয়েন্টির ঘূর্নিঝড় বলা হয় ক্যারিবিয়ান তারকাদেরই। সেটার যথেষ্ট কারণও আছে। গেইল, হেমটমায়ের, সাই হোপ, নিকোলাস পুরানদের মত তারকারা যে এই দলেই খেলেন। কিন্তু এমন বিখ্যাত ব্যাটিং লাইনআপ নিয়েও মাত্র ৪৫ রানেই অল আউট হয়ে গেল দলটি।

এমন হারের মধ্যেও অবশ্য ইতিবাচক দিক খুজছেন জেশন হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, এটা শুধু একটি ম্যাচ। আমাদের ব্যাটিং পারফর্মেন্স ছিল বাজে। আমাদের এই সিরিজে ইংল্যান্ডের থেকেও আরো অনেক ভালো সময় গেছে। আমরা ডেথ ওভারে রান দিয়েছি প্রচুর। জুটি করতে পারিনি ব্যাটিংয়ের সময়। এই ভুল গুলো শুধরেই আমরা বিশ্বকাপে যেতে চাই।