কঠিন শাস্তির মুখে নেইমার

এখনো ইনজুরির পর মাঠে নামা হয়নি নেইমারের। তবে এরই মধ্যে বড় দুঃসংবাদ আসতে যাচ্ছে তার বিরুদ্ধে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানইউর কাছে হেরে বিদায় নিয়েছিল পিএসজি। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে বিতর্কিত এক পেনাল্টি দিয়েছিল রেফারি। এটার সমালোচনা করেছিলেন নেইমার।

তিনি ইনস্টগ্রামে লিখেছিলেন, উয়েফা এমন চারজনকে ভিএআর রুমে বসিয়ে দিয়েছে যারা ফুটবল সম্পর্কে কিছুই জানেনা।

আগেই ধারণা করা হয়েছিল এমন মন্তব্যের কারণে নিষিদ্ধ হতে পারেন নেইমার। এবার সেটাই হতে যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। নেইমার অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তবে নেইমারের এই সিদ্ধান্ত কবে জানানো হবে তা জানা যায়নি।