কথা রাখতে পারলেন না ডি ভিলিয়ার্স

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম অংশ দুবাইয়ে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের শেষ আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। আর ১১ বছর পর পাকিস্তানের মাটিতে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

লাহোর কালান্দার্সের হয়ে সংযুক্ত আরব আমিরাতে সাতটি ও লাহোরে দুটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে না তার। পিঠের ইনজুরির কারণে সাত ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন ডি ভিলিয়ার্স।

লাহোরের জার্সিতে তাকে আর দেখা যাবে না বলেই ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে। এদিকে পিএসএলের শেষ আটটি ম্যাচ লাহোর ও করাচির স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সঙ্গে চলতি অস্থির অবস্থার কারণেই টুর্নামেন্টের শেষ ৮টি ম্যাচ লাহোর ও করাচির পরিবর্তে শুধুমাত্র করাচিতেই অনুষ্ঠিত হবে।