কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

গতকাল মঙ্গলবার রাত থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইয়ে চলেছে। কোন কোন অঞ্চলের আকাশে মেঘের গর্জনও শুনেছে মানুষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকাতেও আজ বুধবার ভোরথেকেই আকাশ মেঘলা। কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ কারণে নৌ বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ১১টা নাগাদ মিরপুর, বারিধারা, কুড়িল এলাকায় ঝড়ো বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিট হালকা বৃষ্টি থাকলেও পড়ে তা স্বাভাবিক হয়ে যায়। তবে আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, ‘আগামী ১, ২ ও ৩ এপ্রিল টানা তিন দিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে। দমকা, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঢাকা, রাজশাহী হয়ে চট্টগ্রামের দিকেও কালবৈশাখী বয়ে যেতে পারে।’

‘এই ঝড়ের স্থায়িত্ব খুব কম সময়ের জন্য। বাতাসের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড়ের সময় থাকবে। মানুষ যেন তাই ঝড় মোকাবিলায় একটু আগাম প্রস্তুতি নিয়ে থাকে। এপ্রিলে কালবৈশাখী ছাড়াও দাবদাহ বয়ে যেতে পারে।’

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস।