কোচের দায়িত্বে স্মিথ

বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। মার্চে শেষ হবে স্মিথের শাস্তি। এদিকে এবার কোচের ভূমিকায় দেখা যাবে স্মিথকে।

ফক্স ন্যাশনাল প্রিমিয়ার টি-টোয়েন্টির চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের দশটি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে একটি হল নিউ সাউথ ওয়েলসের সাদারল্যান্ড। এই দলের কোচের ভূমিকায় দেখা যাবে স্মিথকে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদারল্যান্ডের ম্যানেজার টম আইসটন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টিভেন স্মিথ আমাদের হয়ে খেলার সময়টা আমরা খুব মিস করি। সে বড় মাপের একজন তারকা। তবে অ্যাডিলেডে টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে আমাদের দলের কোচ হিসেবে পাওয়াটা হবে দারুণ কিছু। টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক অভিজ্ঞতা আছে তার।’

তিনি আরো বলেন, ‘স্মিথের উপদেশ ও পরামর্শ আমাদের ছেলেদের জন্য খুবই উপকারী হবে। যখন আমি ছেলেদের বলেছি স্মিথ তোমাদের প্রশিক্ষণ দিবেন, তখন থেকেই তারা খুবই উজ্জীবিত। দলের অনেকেই চিনেন স্মিথ। তার উপস্থিতিতে দারুণ কিছু হবে।’