কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৫১ রানের টার্গেট দিয়েছে ভারত। খেলার বিরতির পর ব্যাটিংয়ে নামবে অজিরা।

এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই রোহিতকে হারায় ভারত। শিখর ধাওয়ানও বেশি দূর যেতে পারেনি। আউট হন ২১ রান করেই। দলীয় ৭৫ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে আউট হন রাইডু।

এরপরই ভারতের প্রতিরোধ। কোহলি ও ভিজয় শঙ্করের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফেরে ভারত। তবে দলীয় ১৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৪৬ রান করে ভিজয় শঙ্কর আউট হলে ভাঙে এই্ জুটি।

এরপর আর কেউই কোহলির সাথে ভালো জুটি গড়তে পাড়েনি। একপ্রান্তে একা একা লড়াই করা কোহলি নিজের ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি পূর্ন করে আউট হন ব্যক্তিগত ১১৬ রান করে।

কোহলির বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারত এবং শেষ পর্যন্ত অল আউট হয় ২৫০ রানেই। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৪টি উইকেট লাভ করেন।