ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় কেন উইলিয়ামসনের বিশেষ আহ্বান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গতকাল শুক্রবার বন্দুকধারীর হামলার ঘটনায় প্রায় ৪৯ জন মারা যায়। এছাড়াও এই হামলায় প্রায় ৯০ জন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাংলাদেশ দল।

এমন ঘটনার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় তখন কোনো প্রতিক্রিয়া না জানালেও আজ সকলে এ নিয়ে মুখ খুলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের অন্য সকলের মতোই আমিও এখনো বুঝে ওঠার চেষ্টা করছি যে আজ কি হচ্ছে। আমাদের দেশ প্রেম প্রমাণের প্রয়োজন খুব বেশি হয়নি এবং আমি আমার সবটুকি দিচ্ছি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তার পরিবার ও বন্ধুদের, মুসলিম সম্প্রদায়ের হৃদয় বিদারিত সকল মানুষকে। সবাই একসাথে এগিয়ে আসুন।’