ক্রাইস্টচার্চে হামলায় নিহত নিউজিল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড়

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গতকাল শুক্রবার বন্দুকধারীর হামলার ঘটনায় প্রায় ৪৯ জন মারা যায়। এছাড়াও এই হামলায় প্রায় ৯০ জন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনেকবার খেললেও প্রথমবার এমন ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলকে। এমন ঘটনায় তামিম-মুশফিক-মিরাজরা বেঁচে গেলেও বাঁচতে পারেননি নিউজিল্যান্ডের খেলোয়াড় এতা এলাইয়েনের।

ফুটসাল দলের এই গোলরক্ষক ক্রাইস্টচার্চে মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বলেই জানা গেছে। সম্প্রতি বাবা হওয়া নিউজিল্যান্ডের জাতীয় ফুটসাল এবং ক্যান্টাবুরি পুরুষ ফুটসাল দলের সদস্য এলাইয়েনে ক্রাইস্টচার্চ টেক ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন সদস্য ছিলেন।

সেদিন জুমার নামাজ পড়তে আগেভাগেই মসজিদে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হয় তাকে।