ক্রিকেট থেকে ভারতকে নিষিদ্ধের দাবী

জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তান এখন আরো উত্তপ্ত। আর এই উত্তপ্ত সময়ে রাজনৈতিক অঙ্গন ছেড়ে বৈরিতা ছড়িয়েছিল খেলাতেও। পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধে দাবী জানিয়েছিল ভারত।

এবার পাল্টা ভারতকেই নিষিদ্ধের দাবী জানিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে আর্মি ক্যাপ পড়ে মাঠে নামার কারণে তাদের নিষিদ্ধের দাবী জানিয়েছে পাকিস্তান।

কাশ্মীরে হামলায় ভারতের ৪৫ সেনা নিহত হওয়ার ঘটনায় নিহত সেনারের সম্মান জানাতেই আর্মি ক্যাপ পড়ে মাঠে নামে ভিরাট কোহলির দল। তবে এই বিষয়টি স্বাভাবিক ভাবে নেয়নি পাকিস্তান। তারা এই কাজকে পাকিস্তানকে অসম্মান বলেই মনে করে।

পাকিস্তানের ফেডারেল ইনফরমেশন মিনিস্টার ফওয়াদ চৌধুরী জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উচিত এখনই ভারতকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেওয়া।

তিনি বলেন, আইসিসির উচিত এই মুহুর্তে ভারতকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা। একই সাথে তাদের বুঝিয়ে দেয়া ভারত কখনোই আন্তর্জাতিক আইনের বাইরে নয়। ক্রিকেট মাঠে রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে আসলে খেলাই নষ্ট হবে।