গম্ভীরকে ধুয়ে দিলেন কোহলি

আজ ২৩ মার্চ পর্দা উঠছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।

এখন পর্যন্ত আইপিএলের তিনটি শিরোপা জিতেছে ধোনির চেন্নাই। অন্যদিকে এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি কোহলির ব্যাঙ্গালুরু। এতে করে কোহলির সমালোচনায় ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর কিছুদিন আগেই বলেছিলেন, ‘কোহালি অত্যন্ত ভাগ্যবান যে ট্রফি না জিতলেও তাকে আরসিবির নেতৃত্ব থেকে সরানো হয়নি।’

এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আইপিএল সবাই জিততে চায়। আমার যা করার, আমি সেটাই করছি। কেউ যদি আইপিএল না জেতা দিয়ে আমার মূল্যায়ন করতে চায়, তা হলে আমার কিছু করার নেই। আমি ভাল খেলতে চাই। সব ট্রফি জিততে চাই। কিন্তু সব সময় সেটা হয় না।’

তিনি আরো বলেন, ‘আমি জানি লোকে অনেক কিছু বলছে। ওরা সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেলেই এ সব কথা বলা শুরু করে। আমার দায়িত্ব আমি জানি। দলকে আইপিএল জেতাতে পারলে আমি দারুণ খুশি হব।’

‘মাঠের বাইরে থেকে কে কী বলল, এই নিয়ে যদি মাথা ঘামাতে হয়, তা হলে আমি পাঁচটা ম্যাচও টিকে থাকতে পারতাম না। বাড়িতে বসে থাকতে হত।’-যোগ করেন কোহলি।