গেইলের ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়

ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে পঞ্চম তথা শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ২ মার্চ শনিবার সেন্ট লুসিয়ায় ইংলিশদের ১১৩ রানে গুটিয়ে দেওয়ার পর ২২৭ বল হাতে রেখেই একতরফা জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

এদিকে এত অব্যবহৃত বলের ব্যবধানে আগে কখনো হারেনি ইংল্যান্ড। তবে বলের হিসেবে ক্যারিবীয়দের এটা তৃতীয় দ্রুততম জয়। ক্যারিবীয়দের এই দ্রুতগামী জয়ের নায়ক গেইল।

কাল ইংলিশদের বিপক্ষে ২৭ বলে ৭৭ রানের মহাপ্রলয় উঠেছে ক্যারিবীয় দৈত্যের ব্যাটে। তাছাড়া এই ইনিংস খেলার পথে ১৯ বলে হাফসেঞ্চুরি ছুঁয়েছেন গেইল। যা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কোন ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতকের রেকর্ড।

গতকাল ইংলিশদের বিপক্ষে পাঁচটি চার ও নয়টি ছক্কা মেরেছেন গেইল। এমন তাণ্ডবের পরও ম্যাচের পার্শ্বনায়কের চরিত্র পেলেন বাঁ-হাতি ওপেনার!

এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২ ড্রয়ে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে এক ম্যাচ পরিতেক্ত হয়ে যায়। এদিকে ইংলিশদের ধসিয়ে দেওয়া পেসার টমাস হয়েছেন ম্যাচ সেরা। ব্যাট হাতে চার-ছক্কা ও রানের বন্য বইয়ে দেওয়া গেইল অবধারিতভাবেই হয়েছেন সিরিজ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১১৩/১০, ২৮.১ ওভার

হেলস ২৩, বাটলার ২৩, মরগান ১৮

থমাস ৫/২১, ব্র্যাথওয়েট ২/১৭

উইন্ডিজ ১১৫/৩, ১২.১ ওভার

গেইল ৭৭, হোপ ১৩, হেটমেয়ার ১১*

উড ২/৫৫, ওকস ১/৫৬