চকবাজার ট্র্যাজেডি: এখনও শনাক্ত হয়নি ১৯ মরদেহ

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ১১ জনের লাশ শনাক্ত করা হয়েছে। সিআইডির এডিশনাল ডিআইজি রেজাউল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৬ মার্চ) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ তথ্য জানান।

গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় নিহতদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। চুড়িহাট্টাও ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া দের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। এসব মরদেহের বিপরীতে লাশের দাবিদার হিসেবে ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন।