চলছে ১০৭ উপজেলায় ভোট গ্রহণ, স্থগিত ৬

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আজ ৩১ মার্চ রবিবার ১০৭ উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১০৭ উপজেলার ৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছ।

এদিকে চতুর্থ ধাপে রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল ১২৮ উপজেলায়। এর মধ্যে স্থগিত হয়ে গেছে ৬ উপজেলার ভোট। বাকি ১২২ উপজেলার মধ্যে ১৫ টিতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফল নিষ্পত্তি হওয়ায় এই ১৫ উপজেলাতেও ভোট হচ্ছে না। ফলে ভোট হচ্ছে ১০৭ উপজেলায়।

তাছাড়া এই ১০৭ উপজেলার ২৪ টিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ভোটের আগেই ৩৯ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে। একইভাবে সংরক্ষিতসহ ৪৯ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, রবিবার ৮৩ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। এর অধিকাংশে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী প্রার্থীরা। বিএনপিসহ অধিকাংশ দল উপজেলা নির্বাচন বর্জন করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নেই।