ছক্কার রেকর্ডে তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাসেনি তামিম ইকবালের। তবে টেস্টে হেসেছে তার ব্যাট। বোল্ট, সাউদিদের সুইংয়ের বিপরীতে দাড়িয়ে ব্যাট করেছেন দারুণ ভাবে।

এই দারুণ ব্যাটিংয়ের সুফল পেয়েছেন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে করেছেন ৭৪ রান। প্রথম ইনিংসে তামিম ইকবাল একটি ছক্কা মেরেছিলেন। একটি ছক্কা মেরেছিলেন দ্বিতীয় ইনিংসেও।

দুই ইনিংসের এই দুই ছক্কায় তামিম ইকবাল এখন উঠে এসেছেন শীর্ষে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা এখন তার। তার ছক্কা এখন ৩৫টি। এতদিন শীর্ষে ছিলেন মোহাম্মদ রফিক। তার ছক্কা ছিল ৩৪টি। মুশফিক আছে তামিমের ঠিক পেছনেই। ৩০টি ছক্কা মেরেছেন তিনি।