জয়ের সাথে লাল কার্ডও দেখল জুভেন্টাস

ইতালিয়ান লিগের শীর্ষ দুই দলের লড়াইয়ে বেশ উত্তাপ ছড়ালো মাঠে। লাল কার্ড, হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল মাঠজুড়ে। আর সেই যুদ্ধের মাঝেই ম্যাচ জিতে নিল জুভেন্টাস। ২-১ গোলে জিতেছে তারা।

নাপোলির মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে প্রথম ধাক্কা খায় নাপোলি। আলেক্স মেরেট সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তিন মিনিট পরই জুভেন্টাসকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার পিয়ানিচ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আরেক মিডফিল্ডার এমরি কান। প্রথমার্ধে ২-০ গোলেই এগিয়ে ছিল জুভেন্টাস।

বিরতির পর মাঠে নেমেই লাল কার্ড দেখে জুভেন্টাসের প্রথম গোলদাতা পিয়ানিচ। ৪৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখলে দুই দলই সমান ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৬১ মিনিটে হোসো কালেজনের গোলে ব্যবধান কমায় নাপোলি।

এরপর চলে হলুদ কার্ডের ছড়াছড়ি। ম্যাচের বাকি সময়ে দুই দলেরই তিনজন করে মোট ৬জন হলুদ কার্ড দেখেন।