টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স

২৩ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। আর এই আসরের শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। দল থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকান তারকা অ্যারন নর্টজে।

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে তার অভিষেক হয়েছিল জাতীয় দলে। চার ম্যাচে ৮টি উইকেট নিয়েছিল এই তারকা এবং ইকোনোমি রেট ছিল ৪.৭। এখন তার খেলা কথা ছিল কলকাতার হয়ে। কিন্তু কাঁধের ইনজুরির কারনে ছিটকে গেলেন তিনি।

কাঁধের ইনজুরির খবরটি নিজেই দিয়েছেন এই্ প্রোটিয়া পেসার। তিনি বলেন, অপ্রত্যাশিত ভাবে কাঁধের ইনজুরির কারণে আমি খেলতে পারছিনা। কলকাতার জন্য আমার শুভকামনা এবং আশা করি তারা শিরোপা ঘরে নিয়ে আসবে।

নর্টজের ইনজুরি বেশ বড় ধাক্কা কলকাতার জন্য। এর আগে দুই স্থানীয় পেসারও ইনজুরিতে পড়ে কলকাতার এবং তাদেরও আইপিএল শেষ হয়ে গেছে। এমন অবস্থায় নর্টজের ইনজুরি বেশ দুশ্চিন্তায় ফেলবে কর্তাদের সেটা বলার অপেক্ষা রাখে না।