ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুর উপর হামলা

ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুর হক নুরু উপর সংবাদ সম্মেলনের সময় আবারো হামলা করেছে। ভিপি নির্বাচিত হওয়ার পর ক্যাম্পাসে এসে শান্তিপূর্ণ মিছিল করার পর টিএসসিতে সংবাদ সম্মলেনর প্রস্তুতি নেয়ার সময় তার উপর হামলান ঘটনা ঘটে। এত একজন আহত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ২ টার দিকে নুরের উপর হামলা হয়।

আহত হয়েছে তৌহিদুল ইসলাম। সে সমাজ সেবা বিষয়ক সম্পাদক। ডাকসু নির্বাচিত মনোনীত প্রার্থী। হামলা থেকে বাঁচতে তারা টিএসসিতে অবস্থান করছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ২৫তম ভিপি হিসেবে ডাকসুর গৌরবমাখা ইতিহাসের অংশ হলেন তিনি। আর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে জয় পেয়েছেন গোলাম রাব্বানী এবং এজিএস হিসেবে জয় পেয়েছেন সাদ্দাম হোসেন। আর তারা দুইজনই ছাত্রলীগের ব্যানারে নির্বাচন করেন।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।