ডাকসু নির্বাচনে আমরা ইতিহাস গড়ব: নুরুল হক নুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমর্থিত প্যানেলের প্রার্থী নুরুল হক নুরু গণমাধ্যমকে বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন, এমনটাই আমরা সবাই আশা করছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছেও আমরা অধিকারের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। এতে সাধারণ শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। এ অবস্থা অব্যাহত রাখা সম্ভব হলে নির্বাচনে আমরা ইতিহাস গড়ব।’

নুরুল হক নুরু আরও বলেন, ‘ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশবাসীর আস্থার ঠিকানা, প্রত্যাশার জায়গা। তাই এ নির্বাচন সুষ্ঠু হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডাকসুর অতীত ইতিহাস অন্তত তাই বলছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছে। তবে নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীরা যাতে নিবিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে সে ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে এক ধরনের ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সক্রিয় হবার, প্রক্টরিয়াল টিমকে আরো শক্তিশালী ভূমিকা রাখার বাদি জানাচ্ছি।’

এর আগে গত ২৩ জানুয়ারি ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।