ডাকসু নির্বাচন বর্জন করল চারটি জোট

ছাত্রলীগ সমর্থীত প্যানেলের সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে চারটি জোট। আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। একইসঙ্গে তারা আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক দিয়েছে।

এই চারটি জোট হল- বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

এর আগে হাজী মুহম্মদ মুহসীন হলে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে প্রগতিশীল ছাত্র ঐক্যের প্রার্থীদের ধাওয়া করে। তাদের অভিযোগ ছাত্রলীগের দিকেই।

এছাড়া বেগম রোকেয়া হল ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালটবাক্স সরিয়ে ফেলার অভিযোগ উঠায় সেখানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূর।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ সময় আরও দুই প্রার্থী আহত হন। অন্য আহতরা হলেন- স্বতন্ত্র জোটের প্রার্থী অরণী ও শ্রবণা শফিক দীপ্তি।