ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে, সব অভিযোগ গুজব: শোভন

ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। আগেই ছাত্রলীগের পক্ষে সিল মারা ব্যালট বর্তি বস্তা উদ্ধারের মত ঘটনা ঘটেছে। এছাড়াও ব্যালট বাক্স না দেখানো এবং অন্য ছাত্রদের ভোট দিতে বাধা দেয়ার মত ঘটনা ঘটেছে। তবে এসবের বাইরে গিয়ে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দর হচ্ছে বলে দাবী করেছেন ভিপি প্রার্থী ও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তিনি মুহসিন হল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, মুহসিন হলের ভোটের পরিবেশ দেখেই বুঝা যাচ্ছে ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে। সবাই ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। সকাল থেকেই লাইন ধরে তারা দাড়িয়ে আছে। ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত।

এই সময় কুয়েত মৈত্রী হলের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া নিয়ে তিনি বলেন, এই বিষয়ে আমি জানিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।

ছাত্রদলের সমর্থকদের ভোট দিতে দেয়া হচ্ছেনা এমন অভিযোগের জবাবে তিনি বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে।

এছাড়াও ডাকসু নির্বাচনে এসব অভিযোগকে গুজব হিসেবে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।