ডিপিএল মাতাবেন সালমান বাট

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাতাবেন পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার সালমান বাট। চলতি ডিপিএলের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তিনি। ডিপিএলে খেলতে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সালমান বাট বলেন, ‘অনেক বছর পর বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক ভালো মানের একটি ক্রিকেট খেলুড়ে দেশে পরিণত হয়েছে। তারা অনেক উন্নতি করেছে এবং নিজেদের সামর্থ্য বারবার প্রমাণ করেছে। এটি কিন্তু হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রিকেটের কাঠামোর কারণেই।’

তিনি আরো বলেন, ‘মোহামেডান ক্লাবটির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। অতীতে অনেক পাকিস্তানি কিংবদন্তী দলটির হয়ে খেলেছেন। আশা করি আমি দলটির হয়ে অবদান রাখতে পারবো।’

অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্তা ওয়াসিম খান বলেন, ‘সে ভালো ফর্মে রয়েছে। তাই আমরা আশা করছি সে আমাদের জন্য কার্যকরী হবে। সালমানকে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই পাচ্ছি। তাকে খেলতে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’

পাকিস্তানের জার্সিতে ৩৩টি টেস্ট ও ৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাট।