ঢাকায় গাড়িতে ডিম ছুঁড়ে ডাকাতি, আটক ৯

আজ সোমবার (৪ মার্চ) রাজধানীতে অভিনব কৌশলে ডাকাতি করে সর্বস্ব হাতিয়ে নেয়া এক চক্রকে গ্রেফতা করেছে র‌্যাব। জানা যায়, চক্রটি রাস্তায় গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মেরে ঝাপসা করে দিতো। পরে যখন পরিষ্কার করার জন্য চালক গাড়ি থেকে নামতেন তখন চারদিক থেকে ঘিরে ধরতো তারা। একপর্যায়ে চালকসহ অন্যদের আঘাত করে সবকিছু নিয়ে পালিয়ে যেতো ডাকাত দলটি।

আজ সোমবার রাজধানীর দিয়াবাড়ি থেকে সংঘবদ্ধ ওই ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-১-এর একটি দল। রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১-এর অধিনায়ক।

এ সময় তিনি বলেন, ‘ডাকাত দলের এই সদস্যরা অল্প শিক্ষিত। তারা দিনের বেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। অতিরিক্ত উপার্জনের আশায় রাতে ডাকাতি করতো। এই দলের নেতা স্বাধীন ২০১৮ সালের জুন মাসে ইয়াবাসহ আটক হয়। পরে ৪৭ দিন জেল খেটে জামিনে বেরিয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে। পাশাপাশি এই ডাকাত দলেরও নেতৃত্ব দিত।’

এ সময় তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গতকাল রাতে তুরাগ থানার ১৫/ডি, প্লট নম্বর ৩৯, রোড নম্বর ১/এ-এর সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।’

এদিকে আটক ব্যক্তিরা হলেনঃ-
আসলাম আলম স্বাধীন, আশরাফুল ইসলাম, শামীম ইসলাম, নাজমুল হাসান, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, শিমুল ইসলাম, মামুন এবং তাইমুল ইসলাম। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ১৭টি সিম কার্ড, ১০টি মোবাইল ও নগদ ২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।