ঢাকা জজকোর্টের লিফট দুঘটনা, আহত ১২

পুরান ঢাকার দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই জহিরুল ইসলাম।

অন্যদিকে, অ্যাডভোকেট কাউসার নামে এক আইনজীবি জানিয়েছেন, আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে ফায়ার সদরদফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কয়েকজন আহত আছেন বলে আমরা জানাতে পেরেছি।

এ বিষয়ে ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ১২ জন আহত হয়।