তাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের বিশ্বাস করাটা খুব টাফ: ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী নুরুল হক নুর ছাত্রলীগ সম্পর্কে বলেছেন, ‘ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে, আমাদের লাগে বলে মনে করে, তখন বুকে টেনে নেয়। আবার যখন মন করে আমরা শত্রু, তখন মার দেয়।’

‘তার উদাহরণ আমরা গতকাল দেখেছি। রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাকে মেরেছে। গত ৩০ জুন লাইব্রেরির সামনে তারা আমাকে মেরেছিল। আজও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি টিএসসিতে এসেছি, কিন্তু আমাকে তারা ধাওয়া দিয়েছে। তাদের মুখে মধু অন্তরে বিষ। তাদের বিশ্বাস করাটা খুব টাফ।’

আজ ১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাম ঐক্যের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। এর আগে আজ দুপুরে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন টিএসসিতে নুরের সঙ্গে কোলাকুলি করেন এবং দুজনেই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তবে সন্ধ্যায় আবার নিজের অবস্থান পাল্টে ডাকসু নির্বাচন বাতিলের দাবি জানান নুর।

এ সময় সাংবাদিকদের সামনে নুর বলেন, ‘ছাত্ররা যে রকম আশা করেছিল, সে রকম নির্বাচন হয়নি। ছাত্রলীগ বাদে সবাই গতকাল ভোট বর্জন করেন। কারচুপি করেও আমাদের ঠেকাতে পারেনি। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, যেহেতু আরও অনেক প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত।’

‘এ নির্বাচন পুনরায় হতে হবে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের পদত্যাগ করতে হবে। অন্যদের অধীনে আমরা নির্বাচনে অংশ নেবো।’ এ সময় ৩১ মার্চের মধ্যে ডাকসুর সব পদে পুনর্নির্বাচন দাবি করেছেন নুর।