তাদের সরাসরি বিশ্বকাপ দলে নেয়া উচিত : শেন ওয়ার্ন

বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞা শেষ হবে চলতি মাসের শেষের দিকে। এরপরেই জাতীয় দলে ফিরবেন তারা।

তাদের ছাড়া প্রথমদিকে অস্ট্রেলিয়া খুব দুর্বল হয়ে পড়েছিল। তবে ভারতের মাটিতে দুর্দান্ত পারফর্ম করেছে অজিরা। টি-টোয়েন্টিতে ভারতকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে জয় পেয়েছে তারা।

প্রথমে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও পরের তিন ম্যাচে জয় পেয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। তারা দলে ফিরলে যে দল আরো শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। তাদেরকে সাদরে গ্রহণ করা উচিৎ বলেই জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় স্মিথ আর ওয়ার্নারকে সাদরে গ্রহণ করা উচিত। তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করে ফেলেছে। তারা খারাপ মানুষ নয়, তারা শুধু একটি ভুল করে ফেলেছিল। যখন আপনি এই মানের ক্রিকেটারদের ফেরত পাবেন, তাদের সরাসরি বিশ্বকাপ দলে নেয়া উচিত।’