তামিম ইকবাল কি খেলবেন দ্বিতীয় টেস্টে

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ তারিখে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর এই ম্যাচে ভালো করতে মরিয়া টাইগাররা। তবে এই ম্যাচের আগেও দুঃসংবাদ পিছু ছাড়ছেনা দলটির।

ধারনা করা হচ্ছিল মুশফিক এই ম্যাচে ফিরতে পারেন। তবে কোচ জানিয়েছে এই ম্যাচেও মুশফিকের ফেরা নিয়ে শঙ্কা আছে। তিনি বলেছেন, মুশফিক যত দ্রুত সম্ভব সেরে উঠার চেস্টা করেছে। সে আজ প্রথমে টেনিস বল, পরে রাবার বল এবং শেষে ক্রিকেট বল দিয়ে অনুশীলন করেছে। কিন্তু যখন ক্রিকেট বল দিয়ে অনুশীলন করছিল তখন লিগামেন্ট এলাকায় কিছু সমস্যা হচ্ছিল। যার কারণে দ্বিতীয় ম্যাচে সে খেলবে এমনটা বলা যাচ্ছে না। তবে সে তৃতীয় ম্যাচে খেলবে।

মুশফিক যখন ইনজুরিতে তখন শঙ্কা তৈরি হয়েছিল তামিম ইকবালকে নিয়েও। প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয় ২০০ রান করা তামিম হালকা ইনজুরিতে পড়েছিলেন নিশ্চিত করেছেন কোচ রোডস। তবে তাতে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।

রোডস বলেন, এটা গুরুতর কিছু নয়। সে ভালো অবস্থানে আছে এবং প্রথম ম্যাচে ২০০ রান করেছে। সে ভালো আছে এবং বাকিরাও ভালো আছে। তাই এখানে আর নতুন কোন নাটক হবে না।