তিন উপজেলায় ভোট গ্রহণ স্থগিত

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের একদিন আগে তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে তিনটি উপজেলা ভোট স্থগিত ও তিন উপজেলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় ৮০ উপজেলায় ভোট হবে। প্রভাব খাটানোর অভিযোগে আগামীকাল ১০ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচন স্থগিত করা হয়। উপজেলা তিনটি হলো, লালমনিরহাট জেলার আদিতমারী, নেত্রকোনা জেলার পূর্বধলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা।

এদিকে নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর অভিযোগে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এর আগে গতকাল শুক্রবার (৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক সারাবাংলাকে গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কমিশনের কর্মকর্তারা জানান, প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ, অন্য প্রার্থীর কর্মী ও ভোটারকে হুমকি দেওয়া এবং নানা ধরনের কার্যক্রমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে মন্ত্রীর সহকারী একান্ত সচিবের বিরুদ্ধে।