তিন দিনেই বাংলাদেশকে হারাবে নিউজিল্যান্ড!

বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ তৃতীয় দিনে মাঠে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে ২১১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

তামিম-সাদমানের ভালো শুরু করার পরও অন্যান্য ব্যাটসম্যানের ব্যর্থতায় দিনশেষে আক্ষেপে পরিণত হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম ও দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন লিটন। অন্যদিকে ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করে নিউজিল্যান্ড।

কিন্তু এরপরেও তিন দিনে বাংলাদেশ দলকে হারানো সম্ভব বলেই মনে করছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো প্রচুর সময় আছে। তিন দিন বেশ লম্বা সময় এবং অনেক টেস্টই আমরা এ সময়ের মধ্যে শেষ হতে দেখেছি। ম্যাচে বিভিন্ন সময় কন্ডিশন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ব্যাটসম্যানদের দিকে। এটা ম্যাচের রূপ তাই খুব দ্রুত পাল্টে দিতে পারে। ম্যাচে তিনটি ফলই এখনো পাওয়া সম্ভব। আমাদের নিশ্চিত করতে হবে মাঠে নামার সময় আমরা সেরা ফর্মে যেন থাকি, যখনই হোক সেটা।’

তিনি আরো বলেন, ‘সাধারণত ওয়েলিংটনে খেলা হলে প্রথম দুই দিন উইকেট সবুজ থাকে। কিন্তু এরপর বদলায়। গত কয়েক বছরে যেমন দেখেছি উইকেট (এ ম্যাচের) তেমনই ঘন সবুজ। এবং বৃষ্টির কারণে দুই দিন কভারের নিচে ছিল। এর মানে উইকেট একটু নরম থাকবে এবং বাড়তি কিছু দেবে, অন্তত গত কয়েক বছরে এমনই দেখা গেছে। দুই দলের জন্যই চ্যালেঞ্জ হবে কিন্তু এটা বাড়তি উত্তেজনাও এনে দিচ্ছে।’