তোমারাও লাশ হয়েই ফেরত যাবে, কঠোর হুমকি এরদোগানের

কোথাও কোন হামলা হলে আর সেই হামলার দায় যদি আইএস বা কোন নামধারী ইসলামী সন্ত্রাসী সংগঠন স্বীকার করে তাহলেই পশ্চিমারা এক জোট হয়ে যেন মাঠে নামে। কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নারকীয় হত্যাযজ্ঞের পর তারা চুপ। আবার সেই হামলা চালিয়েছে একজন সাদা চামড়ার অস্ট্রেলিয়ান নাগরিক।

এতেই পশ্চিমাদের ব্যাপক সমালোচনা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান। একই সাথে হামলাকারীকেও হুমকি দেন তিনি।

এরদোগান বলেন, ‘মসজিদে হামলা নিয়ে ইউরোপ নীরব হয়ে আছে কেন? অন্যদিকে তাদের মিডিয়া এ ঘটনার খবর দেয়ার ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে।’ হামলার আগে ওই সন্ত্রাসী একটি মেনিফেস্টো পাঠায়; যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ করে তা তুরস্কের হাত থেকে উদ্ধারের অঙ্গীকার করা হয়।

এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা এখানে হাজার বছর ধরে আছি এবং কিয়ামত পর্যন্ত থাকব। তোমরা ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপলে পরিণত করতে পারবে না। তোমাদের আগেও অনেকে এসেছিল এবং লাশ হয়ে ফেরত গেছে। কোনো সন্দেহে নেই তোমাদেরকেও আমরা লাশ বানিয়ে ফেরত পাঠাব।’