দ্রুত কেরানীগঞ্জে খালেদা জিয়াকে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগার থেকে দ্রুত কেরানীগঞ্জ কেন্দ্রেীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ ২৭ মার্চ বুধবার সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমনিতেই নাজিম উদ্দিন রোডের কারাগারটি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া এই কারাগারটিকে সরকার জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ হাতে নিয়েছে। যে কারণে কারাবন্দী হিসেবে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরের কোনও বিকল্প নেই।’

এ সময় জানতে চাওয়া হয়- কবে নাগাদ খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি, শিগগিরই এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে কোন আবেদন সরকারের কাছে আসেনি। তাছাড়া তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে।’