ধানমন্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস চালু

রাজধানীর ধানমন্ডি-সায়েন্সল্যাব-নিউমার্কেট ও আজিমপুর রুটে বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৭ মার্চ) কলাবাগান মাঠের সামনে সাঈদ খোকন এই সার্ভিসের উদ্বোধন করেন।

এ সময় সাঈদ খোকন বলেন, ‘এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় যানজট কমবে। উন্নত সেবা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি নিরাপদ সড়ক নিশ্চিত করবো। শিগগিরই বিষয়টি দৃশ্যমান হবে।’

বিআরটিসির তত্ত্বাবধানে চালু করা সার্ভিসটির দূরত্ব বুঝে এ বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০-২০-৩০ টাকা। বাস চলাচল করবে আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটের চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি । বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট পর পর একটি করে বাস আসবে।

নতুন বাস সার্ভিসের রুটটি ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর:

প্রথমত, আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, শংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে বাসটি।

দ্বিতীয়ত, সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।