নিউজিল্যান্ডকে আমরা এখনও ভালোবাসি : মুশফিক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গতকাল শুক্রবার বন্দুকধারীর হামলার ঘটনায় প্রায় ৪৯ জন মারা যায়। এছাড়াও এই হামলায় প্রায় ৯০ জন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাংলাদেশ দল।

এমন ঘটনার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনেকবার খেললেও প্রথমবার এমন ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলকে। এমন ঘটনার পরেও নিউজিল্যান্ডের প্রতি বাংলাদেশি ক্রিকেটারদের ভালোবাসা কমে যায়নি।

সন্ত্রাসী হামলায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়াও মুশফিক বলেন, ‘নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দেশ। নিউজিল্যান্ডকে আমরা এখনও ভালোবাসি’

এদিকে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। বিমানে উঠার আগে মুশফিক টুইটারে স্বস্তি প্রকাশ করে লিখেন, ‘ইনশাল্লাহ, আমরা শেষ পর্যন্ত দেশে ফিরছি।’