নিউজিল্যান্ডে মুসলমানরা নিরাপদ, সুরক্ষিত: নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ আধিপত্যবাদী জঙ্গি ব্রেনটন টেরেন্ট। ওই হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে মসজিদে হামলার এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদের শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর তাদের দাফনের কাজ চলছে। গতকাল দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। আর নিহত এক মুসল্লির দাফন অনুষ্ঠানে শোকাহত এক মুসলিম যুবককে সান্ত্বনা দিতে বুকে টেনে নেন নিউজিল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা।

এদিকে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় অর্ধশত মুসলমান নিহত হওয়ার পরও দেশটি বলছে, মুসলমানরা এখানে নিরাপদ ও সুরক্ষিত থাকবে। খবর দিয়েছে এএফপি।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পেটারস বলেন, বিশেষভাবে মুসলিম সম্প্রদায়কে নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দিয়েছি।

তুরস্কের ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে এ কথা বলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু মুসলমানদের প্রতি সংহতি বার্তার জন্য নিউজিল্যান্ডের প্রশংসা করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষী পদক্ষেপের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা এখানে সেটিই দেখাতে চাই।