নির্বাচনে অনিয়ম হলেই ভোট বন্ধ: ইসি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোনও রকম অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অনিয়মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কোনও নির্বাচনি কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

আজ শনিবার (৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসব বিষয়ে কমিশন সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

এ সময় মোখলেসুর রহমান বলেন, ‘কমিশন কড়া নির্দেশনা দিয়েছে। যদি কোথাও কোনো রকম অনিয়ম দেখা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা মনে করি উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন। এবং আমরা মনে করি উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে। এটা আমার ধারণা।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান আরও বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে আপনারা জানেন যে, অল্প সময় ছিল এবং দিনটিও ছিল অত্যন্ত বর্ষামুখর। বিভিন্ন কারণে হয়তো উপস্থিতি কিছুটা কম ছিল। নতুন যে ওয়ার্ডগুলো ছিল যেখানে কাউন্সিলররা নির্বাচন করেছে, সেখানে কিন্তু উপস্থিতির সংখ্যা বেশি ছিল। উপজেলা পর্যায়ে কিন্তু উপস্থিতি বেশিই থাকে।’

এ সময় বলা হয়, অনিয়মে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি কোন নজির আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক সময় কিন্তু হয়েছে। একেবারে যে হয়নি তা না। বিভিন্ন সময়ে আমরা করেছি। স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’