নোবেল পুরস্কারের জন্য নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর পক্ষে পিটিশন

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের জুমার নামাজের দুটি মসজিদের জঙ্গি হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর তৎক্ষণাৎ নিহতদের পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। তাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখান। এ সময় মাথায় ওড়না জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানান।

এ সময় তিনি ঘোষণা দেন, ওই সন্ত্রাসীর নাম তিনি কোনো দিন মুখে উচ্চারণ করবেন না। এর ফলে বিশ্ব জুড়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

এদিক, মসজিদে জঙ্গি হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি পিটিশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Change.org ওয়েবসাইটের পক্ষ থেকে একটি পিটিশন গত চার দিন আগে শুরু করেছে। এই পিটিশনে ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে। আর অন্য পিটিশনটি করেছে ফরাসি ওয়েবসাইট AVAAZ.org এর পক্ষ থেকে। এটিতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

পিটিশনে বলা হয়েছে, “ক্রাইস্টচার্চের মসজিদের ওই মর্মান্তিক ঘটনার পর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের যথোচিত, খোলামেলা ও শান্তিপূর্ণ সাড়ার জন্য আমরা তাকে আসন্ন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে দেখতে চাই।”

জানা গেছে, ফরাসি পিটিশনটির উদ্যোগ ফরাসি কবি ড. খাল তোরাবুলির নেতৃত্বে নেওয়া হয়েছে।