নয় বছর পর এমনটি হল ধোনির সঙ্গে

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে ভারত। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আর মাত্র ৩৩ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করতে পারতেন ধোনি। কিন্তু তা আর হলো না। প্রথম বলেই সাঝঘরে ফিরতে হয় ধোনিকে। যার ফলে নয় বছর পর কোনো ওয়ানডে ম্যাচে গোল্ডেন ডাক মারলেন ধোনি।

ধোনির ক্যারিয়ারে এটি তার পঞ্চম গোল্ডেন ডাক। বাংলাদেশের বিপক্ষে ২০০৪ সালে অভিষেক ওয়ানডে ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন ধোনি। সর্বশেষ বিশাখাপত্তনমে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন ধোনি।

নয় বছর পর এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই আবারো গোল্ডেন ডাক মারলেন ধোনি। অজি স্পিনার অ্যাডাম জাম্পার বল কাট করতে গিয়ে উসমান খাজার হাতে ধরা পড়ে সাঝঘরে ফেরেন ধোনি।