পদ্মা সেতুর রড, অ্যাঙ্গেল, তেল চুরি: আটক ৭

পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেল, তেলসহ চুরি যাওয়া বিভিন্ন সরঞ্জামসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। মুন্সীগঞ্জের মাওয়ায় ও এর আশপাশের এলাকায় গতকাল বুধবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বেপারে র‌্যাব-১১, সিপিসি-১’র কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে জানান, লৌহজং উপজেলার মাওয়া ও আশপাশের এলাকায় এই অভিযানে পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত ২৫ টন রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত ৫০০ লিটার তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহার করা হতো। ধারণা করা হচ্ছে মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এসব চুরির কাজে জড়িত আছে। দুটি সি-বোটও জব্দ করা হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আটককৃতদের সম্পর্কে তথ্য নেয়া হচ্ছে। তবে কেউ নিরাপরাধ হলে তাকে ছেড়ে দেয়া হবে।’