পাকিস্তানকে পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত ভারতের পক্ষ নিল আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অনন্য এক উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট দল। পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত জওয়ানদের সম্মান জানাতে ভারতের সেনাবাহিনীর ক্যাপ পড়ে মাঠে নামে তারা।

এছাড়াও পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে তৃতীয় ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় ক্রিকেটাররা।

কিন্তু ক্রিকেট মাঠে ‘আর্মি ক্যাপ’ পড়ায় ভারতীয় ক্রিকেটারদের শাস্তির দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। তবে ভারত আইসিসির অনুমতি নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘আর্মি ক্যাপ’ পড়ে মাঠে নেমেছিল বলেই আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন।

এ প্রসঙ্গে আইসিসির মুখপাত্র ক্লেয়ার ফার্লং বলেন, ‘বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) ওই টুপিগুলো পরার আগে আইসিসির অনুমতি চেয়েছিল। এটা তারা করতে চেয়েছিল নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশে সম্মান জানাতে আর তহবিল সংগ্রহ করতে। আইসিসি তা অনুমোদন করেছিল।’